“গল্পটি শুনতে চেয়ো না” বইটির ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ
আকাশে কমলা রঙের চাঁদ উঠেছে। কুয়াশার ভারি পর্দার ভেতর দিয়ে চাঁদটাকে দেখতে কষ্ট হচ্ছে না তবে অস্বস্তি লাগছে। এই রাত রঙিন কিছু দেখার জন্য উপযুক্ত না। হাফিজুল হকের গায়ে কালাে রঙের চাদর। রাতের অন্ধকারে কালাে রঙ সহজে মিশে যায়, সাদা মেশে না। তিনি অন্ধকারে মিশে যাওয়ার জন্যই ঘর থেকে পা বাড়িয়েছেন। যে জীবন এতদিন বয়ে নিয়ে এসেছেন তাতে মিশে থাকা অন্ধকার হঠাৎ করেই প্রতিভাত হয়ে আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। এটাই হয়তাে নিয়তি! সময় কখন কাকে কোথায় নিয়ে যায় আগে থেকে কেউ জানে না। তিনিই এখন তার উপন্যাসের অচ্ছুৎ এক চরিত্র হয়ে উঠেছেন। সারা জীবন গল্প বলে যাওয়া মানুষটা নিজের গল্প কাউকে বলতে পারছে না- এরচেয়ে বড় পরিহাস আর কী হতে পারে!