“মুক্তিযুদ্ধের সেরা কিশোর গল্প” বইয়ের ফ্যাপের লেখা:
মুক্তিযুদ্ধের সেরা কিশাের গল্প’ নামের অনবদ্য একটি সংকলন বের হতে যাচ্ছে জেনে খুব আনন্দ হলাে। পরম হেভাজন তরুণ লেখক ও সাংবাদিক আবিদ আজমের যােগ্য সম্পাদনায় গুরুত্বপূর্ণ এ কাজটি সম্পন্ন হচ্ছে ভেবে আশ্বস্ত হয়েছি। এ ধরনের উদ্যম সত্যিই প্রশংসনীয়, আমরা আবিদসহ সংকলনের সব লেখকের সাফল্য কামনা করছি। মুক্তিযুদ্ধের গল্পের এ গ্রন্থে খ্যাতিমান, তরুণ ও অনতি তরুণের হৃদয়স্পর্শী গল্প স্থান পেয়েছে। সেই সঙ্গে রয়েছে ধ্রুব এষের নজরকাড়া প্রচ্ছদ, দেখলেই সহজে মনে গেঁথে যায়। অলংকরণেও রয়েছেন বহু অভিজ্ঞতা সম্পন্ন শিল্পী সৈয়দ এনায়েত হােসেন, যার প্রতিটি কাজ চোখে আলাে ঝলমল করে উঠে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এ ধরনের উদ্যোগ ইতােপূর্বে চোখে পড়লেও আন্তরিকতা, দক্ষতার পাশাপাশি গ্রন্থের সাথে সংশ্লিষ্ট সবাই কাজের ব্যাপারে যথেষ্ট সর্তক ছিলেন বলে আমার ধারনা। নইলে এমন সুসম্পাদিত-পরিচ্ছন্ন একইসঙ্গে গুরুত্বপূর্ণ এ গ্রন্থটি বেরুলো কি ভাবে! আমাদের পক্ষে যা করা সম্ভব হয়নি, এ সময়ের তরুণরা নিজের মেধা-মনন ও লেখনী প্রয়ােগ করে তা সম্ভব করে তুলবে বলে আমার দৃঢ় বিশ্বাস।