এই শীতে আলতারঙা পায়ের গোড়ালী ফেটেছে তোমার শীত এলে মেহগনি পাতারাও-এমন লাল হয়ে ঝড়ে পড়ে । শীতের রুক্ষতায় শরীরের সব লাল চুষে নেয় আকাশ আকাশ খেকে রঙ নিয়ে সূর্যটা রূপসী হয়ে ওঠে- পৃথিবীজুড়ে মুঠোমুঠো কুয়াশার জল নেমে এলে জীবন শাদা আভা ফিরে পায়… মূলত;রোদ আর জল জীবনের রঙ বদলের সমীকরণ-