“ছায়াপথ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পথের শেষ মাথায় প্রায় মিলিয়ে যাওয়া পদচিহ্নের দিকে আটকে থাকে চোখ। এমনাে কি হয়? ভালােবাসার টানে কি সত্যি সত্যিই কখনাে ফিরে আসে হারানাে স্বজুন? নাকি সবটুকুই অলীক মায়ার ফাঁকি! মায়া মমতায় জড়িয়ে থাকা মন বুঝি মানতে চায় না বিচ্ছেদের বেদনা…ছায়ার মাঝেই খুঁজে নিতে চায়। হারিয়ে যাওয়া অদৃশ্য ছায়াপথ! শাঁওলীর কাজল মাখানাে দুটি চোখে কি সেদিন ভুলে ঢাকা কোন হাতছানি ছিল? মুহিতের অনন্ত দিনরাত্রিগুলােও তাই ঘুরে ফিরে এঁকে বেঁকে ফিরে এসেছিল… সেই দৃষ্টির বেঁধে দেওয়া সীমানাতেই।