“জল জ্যোৎস্না যমুনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সমাজের সংগতি-অসংগতি আমাদের ব্যক্তিহৃদয়ে জল হয়ে মিশে। সে জল কখনাে দেখা যায়, কখনাে দেখা যায় না। আনন্দ-বেদনার জলের রয়েছে রকমফের। প্রতিটি মানুষ নিজের ভেতর আনন্দ-বেদনার জল পুষে রাখে। পার্থিব-অপার্থিব ইচ্ছেগুলাে জ্যোৎস্নায় মােহময় হয়ে ওঠে। দৃষ্টির পথকে প্রসারিত করে ভাবনার জগতে। যে জগতে সামাজিক-অর্থনৈতিক বলয়ের পরও আরও কিছু থাকে যা প্রকাশ করার। জল জ্যোৎস্না যমুনা কাব্যগ্রন্থটি কবির সেই প্রকাশ।