আমাদের মূল উদ্দেশ্য ছিল, লেখকের সঙ্গে পাঠক-প্রকাশকের। মেলবন্ধন তৈরি করা। একই সঙ্গে মানুষের প্রয়ােজন মেটাবে বলে বিশ্বাস করি। লেখক ডিরেকটরিটি অনেকের কাছেই আকাক্ষিত। অনেকেই দেখা হলে কিংবা ফোন করে, ফেসবুকে নানাভাবে জানার চেষ্টা করেছেন, ডিরেকটরিটি করতে দেরি হচ্ছে কেন। সবার প্রত্যাশা পূরণে যথেষ্ট চেষ্টা করেছি। প্রত্যেকের সঙ্গে যােগাযােগ করে বইটি প্রকাশ করা হলাে। অনেক প্রথিতযশা লেখকের নাম্বার। আমরা দিতে পারিনি, তারা প্রকাশ করতে চান না বলে।। অনেকের তথ্য অনিচ্ছাকৃতভাবেও বাদ পড়েছে। শুভাকাঙ্ক্ষীরা তথ্য দিয়ে সহায়তা করলে নতুন সংস্করণে তা যুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে। এই ডিরেকটরি হাতের কাছে থাকলে একজন লেখক বাংলাদেশের যেকোনাে পত্রিকায় লেখা পাঠাতে পারবেন। যেকোনাে লেখকের সঙ্গে যােগাযােগ রক্ষা করতে পারবেন। চিত্রশিল্পীদের সেলফোন নম্বরও এখানে দেয়া হলাে। ফলে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান, পত্রিকা-টিভি চ্যানেলেরও কাজে লাগবে এটি।