মানুষ এক উন্নত ও জটিল প্রজাতি প্রাণি। সৃষ্টি জগতে সেরা জীবও মানুষই। মানুষের এ রকম শ্রেষ্ঠত্বের পেছনে কাজ করছে নানা রকম জিন ও তাদের নিজেদের মধ্যে এবং পরিবেশের সাথে জিনের নানা রকম কিয়া ও আন্তঃক্রিয়া। আমাদের দেহের ভেতরে ঘটা অজস্র কাজের পেছনে গােপনে কাজ করছে এসব জিন। মানুষের মধ্যে যে অসীম সম্ভাবনা সে তাে কোষের ভেতরে লুকিয়ে থাকা জিনের কারণেই। আবার জিনের অপকর্মের কারণেই মানুষের কত ভােগান্তি। কত রকম রােগ-শােক আর অস্বাভাবিকতার পেছনেও কাজ করছে মূলত জিনই। মানবদেহে লুকিয়ে থাকা জিনই যে সব কিছুর পেছনে কিডনকের ভূমিকা পালন করছে সেসব কথার কিয়দংশ এ গ্রন্থে তুলে ধরা হয়েছে।