প্রথমবার পরীক্ষার আগের রাতে পাঠ্য বই বাদ দিয়ে আপনার বই পড়েছিলাম বলে অর্থনীতিতে ফেল করেছিলাম! বিয়ের পর আমার হাসব্যান্ডও জানতে পারেন আমার প্রিয় লেখক হিসেবে আপনার কথা। ব্যবসায়ী বলে কি না জানি না, উনি আবার বই পড়া পছন্দ করতেন না। আপনাকে নিয়ে যখনই উনার সাথে গল্প করতে চাইতাম, উনি অন্য প্রসঙ্গে চলে যেতেন। আমার আবার দিনে অন্তত একবার আপনার বই নিয়ে কারও না কারও সাথে কথা না বললে হতাে না। আমার এই আচরণে উনি বিরক্ত হতেন। বলতেন, আমাদের এই ছােট্ট সংসারে তুমি আরেকজন পুরুষকে নিয়ে এসাে না। তার কথায়। আমার খুব অভিমান হতাে। আমি ভেবে পেতাম না, আমার এই নির্দোষ লেখক-প্রেমে উনার সমস্যাটা কী। মাঝে মাঝে আমি রাগ করে উনার সাথে কথা বলা বন্ধ করে দিতাম। আমার এই রাগ দেখে উনি যে চরম বিরক্ত হতেন এটা বুঝতে পারতাম।