”স্বপ্নচারিণী” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
শর্মির এই স্বপ্নের ব্যাপার-স্যাপার বিন্তি অনেকটাই জানে। এজন্য তাকে ফান করে মার্কেজের ‘ড্রিম । সেলার’ বলে ডাকে। গার্সিয়া মার্কেজের একটি চরিত্র ছিল যে কিনা চাইলেই যেকোনাে স্বপ্ন দেখতে পারত। তাই সে টাকার বিনিময়ে অন্যের হয়ে ভালাে ভালাে স্বপ্ন দেখত। কিন্তু শর্মির ব্যাপারটা আলাদা। সে যা স্বপ্ন দেখে সেই ঘটনাটাই পৃথিবীর কোনাে না কোনাে স্থানে ঘটে। স্বপ্নের উপর তার কোনাে হাত নেই। এজন্য ভালাে কোনাে স্বপ্ন দেখলে শর্মি খুশি হয়, কিন্তু স্বপ্নটা যদি দুঃখের হয় তাহলে মনটা । অনেক খারাপ হয়ে যায়। কারণ সে জানে কেউ না কেউ সে ঘটনার শিকার হবে। কিন্তু কোথায় সেটা। সে জানে না। শুধু জানে এটা ঘটবেই। কারণ, স্বপ্নে সে ঠিক সেই জায়গায় থাকে। অনেকটা স্পিওয়াকের মতাে। যেন হেঁটে হেঁটে সরেজমিনে উপস্থিত হয়েছে।