শিরীণ আখতার কথাশিল্পী ও গবেষক হিসেবে সুপ্রতিষ্ঠিত। তাঁর উপন্যাস ও গল্পের বুনট দীক্ষিত পাঠককে আকৃষ্ট করে। রাখে। শরণার্থী সমস্যা পৃথিবীর সকল সময়কে জারিত। করেছে। যুদ্ধ, কাঁটাতার, ক্ষমতার দ্বন্দ্বক্লিষ্ট মানুষের হাহাকার। সবময় সংবেদনশীল হৃদয়কে অনুরণনিত করেছে। শরণার্থী। সমস্যা নিয়ে পৃথিবীর মহৎ শিল্প সৃষ্টির নজির চোখে পড়বার। মতাে। বাংলাদেশে রােহিঙ্গা শরণার্থীর আগমন ও । বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কসহ চিরায়ত কালের বাংলা। সাহিত্যের ক্রমকে আশ্রয় করে কথাশিল্পী শিরীণ আখতার। সৃষ্টি করেছেন তাঁর উপন্যাস ‘রােহিঙ্গা’। ধ্রুপদী বর্ণনরীতি, ভাষার কারুকাজ ও চরিত্রের সাবলীল উপস্থিতি উপন্যাসটিকে। বিশেষায়িত করেছে। বইটির পাণ্ডুলিপি পুরস্কার অর্জন। বইটিকে একটি প্রত্যাশার জায়গা তৈরি করেছে। বিশ্বায়নের। যুগে বাংলা ভাষার প্রেক্ষাপটে শুধু নয় বিশ্বসাহিত্যের সুবিশাল। ক্যানভাসে শরণার্থীদের নিয়ে এমন ধ্রুপদী বয়ন দীক্ষিত। পাঠককে আর্দ্র ও সজল করবে সমান্তরালে তাকে ব্ৰতী করে। তুলবে মানবিকবােধে- কথাশিল্পী শিরীণ আখতারের লেখন। শৈলীর কারুকাজ আস্বাদনে আপনাকে সাদর আমন্ত্রণ।।