ওয়ানডে সিরিজ জয় কি জিনিস বাংলাদেশ তা তখনো চিনেনি,তখন বাংলাদেশ ক্রিকেটে ঘটে তার আবির্ভাব।২-০ তে জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে থাকা সিরিজ শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে ৩-২ ব্যাবধানে, যেখান সবচেয়ে বড় অবদান ছিলো তার,হয়েছিলেন সিরিজ সেরাও। প্রথম ২ ম্যাচ হেরে যখন কোনঠাসা দল,তখনই দলে তার অন্তভুক্তি,প্রথমে ম্যাচে ৪ উইকেট নিয়ে এড়ান হোয়াইটওয়াশ,পরের ম্যাচে আবারো ৪ উইকেট নিয়ে সিরিজে আনেন সমতা।পরের ম্যাচে ১ উইকেট নিলেও কিপটে বোলিং করে বাংলাদেশকে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতান। তিনি হতে পারতেন সাকিবের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার। মাশরাফির মতে, সাকিবের সাথে ও থাকলে বাংলাদেশ এর ক্রিকেট আরো উপড়ে থাকতো। ভাবছেন এই ও টা কে?? তিনি হলেন বাংলাদেশ ক্রিকেট এর হারিয়ে যাওয়া তারা, মাশরাফির প্রিয় বন্ধু,সবচেয়ে কম বয়সে মৃত্যু বরণ করা টেস্ট ক্রিকেটার মানজারুল ইসলাম রানা। অমর একুশে বইমেলা ২০১৯ য়ে তাকে নিয়ে লেখা “জার্সি নাম্বার ৯৬” বইটি পাওয়া যাচ্ছে। তরুন সমাজকে রানা ভাইয়ের সম্পর্কে জানাতে স্বপ্নিল চৌধুরীর অনেক কষ্টের ফসল “মাঞ্জারুল ইসলাম রানা: জার্সি নাম্বার ৯৬” বইটি। বইটিতে তুলে ধরা হয়েছে মাঞ্জারুল ইসলাম রানার ক্রিকেটীয় জীবন ও ক্রিকেট এর বাইরের জীবনের বিভিন্ন জানা-অজানা তথ্য।