“অক্ষর”
ফেইসবুকভিত্তিক এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপের বয়স প্রায় সাড়ে তিন হয়ে গেল। অনলাইনের গণ্ডি পেরিয়ে আমরা আজ সগর্বে বাস্তব জগতে বিরাজ করছি একাধিক ক্ষেত্রে। ফেইসবুকের পাতায় জন্ম নেয়া এই গ্রুপ “রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন” এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপও পেয়েছে। খেলাধুলা, বিনােদন, সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসা, সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি প্রায় প্রতিটা ক্ষেত্রেই আমাদের অবস্থান এখন সুদৃঢ়। তবে লেখালেখি দিয়ে এই গ্রুপের শুরু, আর এই সাড়ে তিন বছর বাদেও কিন্তু লেখালেখিই গ্রুপের মূল চালিকাশক্তি। ২০১৮ সালের একুশে বইমেলায় “স্বপ্নচুড়া” প্রকাশের মাধ্যমে। যে যাত্রার শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় এবারের উদ্যোগ “অক্ষর” নামের এই সংকলন।