“উৎপল শুভ্রের মুখোমুখি মাশরাফি সাকিব তামিম” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের ক্রিকেট নিয়ে যদি একটু আলাদা করে সফলতার বা অভ্যুদয়ের কথা বলতে হয় তাহলে বিশেষ কিছু নাম সামনে চলে আসবে যাদের অবদান, ভূমিকা ও নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। আমাদের ক্রিকেটের আন্তর্জাতিকতার পরিচয় ও সম্মান এনে দিয়েছেন। এখনাে তাদের হাত ধরে বাংলাদেশের লাল-সবুজ পতাকায় উত্তাল স্টেডিয়াম গ্যালারি, দেশের পথ-প্রান্তর। তাঁরা ভালাে খেললে আমরা বিজয়ের হাসি হাসি, খারাপ করলে বেদনায় আর্দ্র হই, ম্যাচ বিশ্লেষণে মেতে উঠি।
এই বইটিতে এমন তিনজন ক্রিকেট চরিত্রকে আমরা বেছে নিয়েছি, যারা দেশের সাধারণ মানুষের ক্রিকেটীয় আবেগের কেন্দ্রবিন্দু। আমাদের মাঠের নির্ভাবনার ও ভরসার প্রতীক। পাঠক, আমরা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের কথা বলছি। তাঁদের খেলােয়াড়ি অর্জন ও নৈপুণ্যের সাক্ষী পুরাে দেশবাসীই। কিন্তু প্রতিটি সফলতা আর ব্যর্থতার পেছনে আছে আরও গহিন নেপথ্যের গল্প। আজকের এই বাংলাদেশ ক্রিকেট যে উজ্জ্বল চেহারায় দাড়িয়ে, সেটিকে শুধু সাদাচোখে দেখলে সুবিচার হয় না। এই তিন ক্রিকেট-ব্যক্তিত্বের উঠে আসার গল্প, তাঁদের কীর্তিগাথা, তাঁদের দুঃখ, আনন্দ-বেদনা ও ব্যক্তিগত জীবনেরও অনেক অজানা তথ্যের মেলবন্ধন সম্ভব হলাে এক মলাটে একত্র করতে। তাদের ক্যারিয়ারের মধ্যে উঠে এসেছে বিস্মৃত বা হারিয়ে ফেলা ইনিংসগুলাের নানা কাহিনি।