বাংলা চলচ্চিত্রের শুরুটা ছিল বেশ সম্ভাবনার।কিন্তু সেই স্রোত বেশি দূর প্রবাহিত হয়নি।মাঝপথেই থেমে গেছে ধারা।গত শতকের শেষ দশকে বাংলা চলচ্চিত্রে অশ্নীলতা প্রবশ করে।এতে করে ভীষণভাবে ব্যাহত হয় বাংলা চলচ্চিত্রের স্বাভাবিক সৌন্দর্য।হলগুলো থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে রুচিশীল দর্শকগণ।এই শতকের প্রথম দশকেও সেই ধারা থেকে মুক্ত পায়নি এই বিনোদন জগৎ।বাংলা চলচ্চিত্রকে তখন ঘৃণার চোখে দেখতে শুরু করেছে দর্শকগণ।এমন ভয়ংকর সময়েই এই মাধ্যমে কাজ করতে আসেন আবদুল আজিজ।বাংলা চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এবং আধুনিকায়নে কাজ করতে শুরু করেন তিনি।গড়ে তোলেন ‘জাজ মাল্টিমিডিয়া’।মূলত বাংলা চলচ্চিতত্রের সঙ্গে জড়িত হওয়া এবং নিজের ভূমিকা নিয়ে লিখেছেন এই বই ।তাই বইটি হয়ে উঠেছে একটি বিশেষ সময়ের কথন এবং বাংলা চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার এক অনন্য আন্দোলনের দলিল।