বাস্তুভিটাহীন এই আমি শুধু ঘর খুঁজি । একটি শান্তির ঘর যে ঘরের ছাউনিতে থাকবে ঢেউটিন। ঝরঝর বৃষ্টির পংক্তিগুলো আমার মন উঠোন ভিজিয়ে দিয়ে হাত বাড়িয়ে বলবে-নেমো এসো, আমরা শত জনম ভিজে থাকি জল হয়ে। একদিন মনের অন্ধকারে চাঁদ উঠে। সেই চাঁদ ডুবে যায় আমার কুড়োঘরের ঘুটঘুটে অন্ধরাচ্ছন্ন দরজার ওপাশে। আমার দীনতা নামক প্রিয় বন্ধু কিনতে দেয়নি আমাকে কুপির আলো। চোখের আলোয় তোমায় ভালোবাসি। সে আলোও একদিন ডুবে যায় অন্ধকার চাঁদের ক্ষুধার্ত বুকে। আমি এখন একলা থাকি।আমি এখন একলা থাকি।আমি এখন একলা বাঁচি।