কবিতা এমন এক মিথ্যার জগৎ যা সত্যের ইশারাকে জাগিয়ে তুলতে প্ররোচিত করে।ভাষাদের শস্যদানা যেভাবে ঘুম থেকে জেগে উঠতে চায় সেই জেগে উঠার প্রকরণকৌশলের পরিণত প্রকাশই কবিতা।যা হতে পারে ব্যাকরণ মানতে না চাওয়া বাক্য অথবা বাক্যের ইশারা;পরস্পরাহীন আপাত প্রলাপসদৃশ বাকপ্রবাহ;যা মনোজগতে মন্ত্রতুল্য প্রভাব প্রবাহ করে;ফলে ক্রমশ জেগে উঠতে থাকে জাদুছবি;পক্ষান্তরে যা আপনাকে সম্মোহিত করে।এতে করে আপনি প্রতারিত হতে পারেন;অথচ সেই নন্দননির্ভর প্রতারণা থেকে আপনি দূরে সরিয়ে রাখতে পারেন না নিজেকে। কবিতা এমনই এক জাদুবিদ্যা ,যা পক্ষান্তরে মগজের কিয়দংশের ভেতর সৃষ্টি করে হাজার ঝালর বিশিষ্ট জানালা ;যে জানালাার হাজার ঝালর বিশিষ্ট জাানালা;যে জানালায় হাজার সৌরবছর যাবৎ অতিক্রম করে আসা মহাজাগতিক রশ্নি প্রবেশের সুযোগ লাভ করে;আর এভাবেই আপনার মগজ যখন আলোকপ্রাপ্ত হয়ে উঠতে থাকে তখন আপনি হয়ে ওঠেন ক্রিকালদ্রষ্টা;স্বয়ং টিরোসিয়াস।