ভুলে যাচ্ছি কত প্রিয়মুখ কত অনুসঙ্গ ।বয়স হে,তাহলে কোথায় লিখছ আমার নাম?যারা এসেছিল হাসিমুখে বন্ধু বলে জানাতে প্রীতির মর্ম,তারাও দেখি মেনিমুখে সরে যাচ্ছে দূরে।আড়ালে-আড়ালে তলহীন নিস্পৃহতার গহবরে ।অবহেলার ধাতব আঘাতে-আঘাতে মুখটা লুকোচ্ছে এলোমেলো বাতাসে ঝাউপাতার মতো একবার এদিকে,ওদিকে আরবার।এইতো মওকা।চারপাশে যা-কিছু সুন্দর,উদ্ভিন্ন তরুণ-তরুণী ও শিশুর চঞ্চল অনুরাগ আর ওই ইতিহাসের অপরাজিত পৃষ্ঠার মনীষারা এখনই জাগো ।আমরাই মাতিব এখন মহাসাগরীয় কল্লোলের পরিসরে,এইখানে এই স্থবিরতায়…