“উতল হাওয়া” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এক বসাতেই একটি ছােট গল্প পাঠক পড়ে নিতে পারেন। গল্প ছােট হলেও এর রেশ রয়ে যায় দীর্ঘ সময়। শেষ হয়েও শেষ নয়, আরাে কিছু জানার ছিল, বলা হয়নি এমন একটি মিশ্র অনুভূতিও রয়ে যায় মনের মধ্যে। এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী হতে গত বছর অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে প্রকাশিত হয়েছিল মাতাল হাওয়া’ নামে একটি গল্প সংকলন। সম্পাদনা করেছিলাম আমি, তারই ধারাবাহিকতায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ প্রকাশিত হলাে ‘উতল হাওয়া। মূলত ফেসবুক গ্রুপ লিলিয়ান লিটারেচর ক্যাফে’র সদস্যরাই এর লেখক তালিকায় রয়েছেন।