“দ্যা ফ্লাইং গার্ল নেহেলীন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নেহলীন ছােট্ট একটি মেয়ে। বৈজ্ঞানিক কল্প কথা পড়তে উৎসাহ তার ভারী। এই না দেখে ভিন গ্রহের এক প্রাণি এসে গল্পজুড়ে তার সাথে খুশি হয়ে যায় দিয়ে ফিউট্রিন শক্তিকৃত দুধ এক প্যাকেট তা খেয়ে নেহলীন ও তার ভাই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবমুক্ত হয়ে যায়। তারপর কাণ্ড কতাে। এই বইতে দেখতে পাবে তাই বুদ্ধির খেলা, আনন্দ আর শেখার স্বাদ প্রতিটি পাতায় পাতায়। একটিবার যাচাই করে নাও একের ভিতর তিন যদি না পাও লেখক হতে দামটি তােমার ফেরত নিয়ে যাও।