“হামসাফার” বইয়ের পিছেনের কভারের লেখা:
শাহবাগ মােড়ের ফুট ওভার ব্রিজ পার হচ্ছিলাে তারা। এই পারে যাদুঘরের সীমানা আর ওই পারে বঙ্গবন্ধু মেডিকেলের সীমানা। আনিকা সামনে হাঁটছে। ফারিহা আর নাদিম এক সাথে হাঁটছে। দুজন খুব কাছাকাছি হাঁটছিলাে। যেন একজন আরেকজনকে অনেক দূরের পথে বিদায় জানাচ্ছে; এমন ভঙ্গিতে দু’জন দু’জনের দিকে তাকায়। আবেগ, ভালােবাসা জ্বলজ্বল করে ওঠে দু’জনের চোখে। ফারিহা আরেকটু কাছে আসতেই মাথায় হাত রেখে কপালটা টেনে নিয়ে ছােট্ট করে ফারিহার কপালে একটা চুমু এঁকে দেয় নাদিম। ফারিহা যেন আসমান সম ভালােবাসার আশ্রয়স্থল খুঁজে পায় ঠিক এই মুহুর্তে। ফারিহা নিজেকে সপে দেয় নাদিমের বুকে।