“বীরশ্রেষ্ঠ কথা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
শত সংগ্রাম আর আত্মত্যাগের ফলে ১৯৪৭ সালের আগস্ট মাসে ব্রিটিশ-বেনিয়াশাসকগােষ্ঠীএদেশছেড়ে যেতেবাধ্যহয়। স্বাধীনহয়গােটা উপমহাদেশ; প্রতিষ্ঠিত হয় দুটি নতুন রাষ্ট্র। মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান এবং হিন্দু ও অন্যান্য ধর্মালম্বীদের নিয়ে ভারতবর্ষ। পাকিস্তান গঠিত হয় প্রায় দেড় হাজার মাইলের ব্যবধানে অবস্থিত দুটি পৃথক অঞ্চলের সমন্বয়ে। যার একটি পূর্ব পাকিস্তান, অপরটি পশ্চিম পাকিস্তান। কেবল ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার হিসাব ছাড়া এ দুই অঞ্চলের মানুষের মধ্যে আর কোনাে মিল ছিল না। ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক বৈশিষ্ট্য, ভাষা-সংস্কৃতি, খাবার-দাবার , চালচলন তথা দৈনন্দিন-জীবনপ্রবাহ সবদিক দিয়েই এদের অবস্থান ছিল যােজন যােজন দূরে।