বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন প্রশ্ন করে যাও, থামবে না! এ কথার গভীর তাৎপর্য আছে। এই মহাবিশ্বের যা কিছু ঘটে চলেছে, তার বিজ্ঞানসত কারণ ও ব্যাখ্যা জানতে পারলে আমরা নিজেকে জ্ঞানের উচ্চতর স্তরে নিয়ে যেতে পারব। বর্তমান বিশ্বে নিজেকে গ্লোবাল সিটিজেন হিসাবে প্রতিষ্ঠিত করতে পারা আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আমাদের তরুণদের সবকিছু জানতে-বুঝতে হবে। এই বইয়ে কার্টুনের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা হয়েছে। এর মাধ্যমে তরুণরা সহজে বিজ্ঞানসম্নত বিশ্লেষণ জানতে পারবে। কার্টুনের মাধ্যমে যে কোনাে কঠিন বিষয়কে খুব সহজে বুঝিয়ে বলা যায়। কারণ এখানে শুধু কঠিন কিছু শব্দ নয়, সেই সঙ্গে থাকে হাতে আঁকা বৈশিষ্ট্যপূর্ণ ছবি। কার্টুনচিত্র আঁকা একটি বিশেষ আর্ট। কার্টুনচিত্র খুব সহজেই পাঠকের মনােযােগ আকর্ষণ করে। আর পাঠক যদি কিশাের বা তরুণ হয়, তাহলে তাে কথাই নেই। শুধু লেখায় পড়ে বিজ্ঞানের বিষয়গুলাে পাঠককে যতটা টানে, কার্টুন তাকে আরও বেশি টানবে। শুধু চোখ বুলিয়ে গেলেও বেশি কিছু তিনি পাবেন। কারণ কার্টুন কল্পনা শক্তি বাড়ায়। তখন স্বপ্ন দেখা সহজ হয়। আর স্বপ্ন মানুষকে আরও বড় কিছু অর্জনে উদ্বুদ্ধ করে।