কথাশিল্পী শান্তা ফারজানার ‘চকবাজার ট্রাজেডি’ বাংলাদেশের ইতিহাসে ভয়ংকর সব অগ্নীকান্ডের মধ্যে অন্যতম একটি ঘটনাকে কেন্দ্র করে রচিত গল্পগ্রন্থ। ২০ ফ্রেবুয়ারী ঘটে যাওয়া সেই নির্মম অগ্নীকান্ডের আগে এ বাবা তাঁর সন্তানের প্রিয় বিরিয়ানী আনতে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন লেলিহান শিখায় পুড়ছে তাঁর সন্তান যেখানে ছিলো, সেই ভবন। এমন নিদারুন ৭ টি গল্প সচেতন করবে, ব্যথিত করবে এবং স্মরণ করিয়ে দেবে ভয়াবহ অগ্নীকান্ডের কথা।