একথা অস্বীকারের সুযোগ নেই যে, আমাদের সমাজে আল্লাহকে পেতে ‘মাধ্যম গ্রহণ’ করার ব্যাধিটি একটি মৌলিক ও প্রতিষ্ঠিত কুসংস্কার। অত্র গ্রন্থখানি আকারে ছোট হলেও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ তাতে এমন অনেক কিছু তত্ত্ব ও তথ্য তুলে ধরেছেন আকীদা বিশুদ্ধ হওয়ার জন্য যা অতীব প্রয়োজনীয়। তিনি তুলে ধরেছেন যে, মাধ্যম ধরার বিষয়টির তিনটি দিক রয়েছে। তন্মধ্যে কোনো কোনোটি শির্কের পর্যায়ে রয়েছে। তবে নবী-রাসূল ও তাদের উত্তরসূরী আলেমগণকে দীন জানার মাধ্যম ধরা যে অত্যাবশ্যক সেটা তুলে ধরেছেন। তাছাড়া কোন সুপারিশ নিষিদ্ধ আর আর কোন সুপারিশ অনুমোদিত তাও দলীল প্রমাণাদির মাধ্যমে উপস্থাপন করেছেন। গ্রন্থখানী পাঠের মাধ্যমে ‘মাধ্যম’ ধরা বিষয়ক মানুষের মধ্যে যে বিভ্রান্তি ও ভ্রষ্টতা রয়েছে তা অপনোদন হবে আমার বিশ্বাস রয়েছে। আল্লাহর কাছে দো‘আ করি তিনি যেন এ গ্রন্থখানিকে হিদায়াতের মাধ্যম ও নাজাতের অসীলা বানিয়ে দেন, আমীন!