সত্যজিৎ রায়ের স্মরণীয় ছবি ’সোনার কেল্ল’-র অাউটডোরের সুটিং হয়েছিল রাজস্থানের জয়পুর, যোধপুর, বিকানির অার জয়শলমির অঞ্চলে। ‘সোনার কেল্লার সন্ধানে’ গ্রন্থটি সেই সুটিং-এর প্রতক্ষ্য সরস বিবিরণ। এই বই পড়ার সঙ্গে সঙ্গে দুস্প্রাপ্য সব ছবি দেখতে দেখেতে পাঠক পেয়ে যান সত্যজিৎ রায়ের কালজয়ী সেই ছবির সুটিং দেখার আর রাজস্থান ভ্রমণের আনন্দ।