নামায নবীজী সা. এর প্রিয় ইবাদত। নবীজী সা. সাহাবা কেরামকে বলেছেন, তোমরা আমার মতো নামায পড়ো। আমরা স্বচক্ষে নবীজী সা.কে নামায পড়তে দেখিনি। কাজেই নবীজীর নামায কেমন ছিলো, তা জানার সর্বোচ্চ মাধ্যম হলো কুরআন-সুন্নাহ। আর কুরআন-সুন্নাহর বাস্তবরূপ হিসেবে সাহাবা কেরামের আমল।
নবীজী সা. থেকে নামায সংক্রান্ত অসংখ্য হাদীস বর্ণিত হয়েছে। পরবর্তীতে বড় বড় মুহাদ্দিস, মুজতাহিদ ও ইমামগণ সেসব হাদীস, কুরআনের এ সংশ্লিষ্ট আয়াত এবং অন্যান্য সকল দলিল মন্থন করে নবীজী সা. কীরূপে নামায পড়তেন, তার একটি পূর্ণাঙ্গ রূপ ও সবিস্তার বিধান ফুটিয়ে তুলেছেন।
এ বইটিতে সেই রূপ ও পদ্ধতিই সহীহ এবং নির্ভরযোগ্য হাদীসসহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। সেইসাথে বিস্তারিত দলিল ও পূর্ণাঙ্গ বিধানের স্তরবিন্যাস সাজিয়ে তোলা হয়েছে।