আত্নপ্রচারবিমুখতার কারণে বিনয় মজুমদার একটু বেশিই আড়ালে ছিলেন।অথচ,এই কবিই এখন কিংবদন্তি;রবীন্দ্র-জীবনানন্দ পরবর্তী কবিদের কাছে প্রভাব বিস্তারকারীও বটে,মতান্তরে বলা যায় একচ্ছত্র।বাংলা ভাষাভাষীদের গহীনে তিনি এমন এক পরিসর অধিকার করেছেন যে,তাঁকে নিয়ে বাঙালি কবিতাপাঠকের মুগ্ধতা এবং আগ্রহও অশেষ। ভারতের সেরা প্রকৌশল ছাত্রদের একজন হয়েও, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও;হাতছানি দেওয়া দামি চাকরি,বিলাসবহুল জীবন সবকিছুকে অগ্রাহ্য করে,চারপাশের হট্টগোল,প্রতিযোগিতার ঘোড়দৌড় থেকে গুটিয়ে নিয়ে যিনি নিজেকে নিযোগ করেছিলেন একনিষ্ঠ আরাধনায়;প্রকৃত প্রস্তাবে এ কারণেই তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন কাব্যের পলল মহাজগৎ। বিনয় কেবল কবি নন,শুধু গণিতবিদও নন-বহুমাত্রিকতায় প্রসারণশীল তাঁর চিন্তার শাখা-প্রশাখা।তিনি উঁচুস্তরের কবিতা-তাত্ত্বিক বা ব্যাপক অর্থে সাহিত্যের একনিষ্ঠ শিল্প-মতালোচক।লিখেছেন দিনপুঞ্জি ,গল্প,কাব্যতত্ত্ব,ছন্দতত্ত্ব ও গান;করেছেন অনুবাদ।যা থেকে আমারা পেয়েছি গণিত,কবিতা,দর্শন ও বিজ্ঞানের এক উদ্ভাসিত সহাবস্থান।এই আয়োজনটি বিনয়ের পূর্ব প্রজন্ম,সমকালীন ও উত্তর প্রজন্মের কবি-লেখকদেরই একনিষ্ঠ কবিতাপাঠ ও তার অনুধাবন।এসবেরই আকর পরিচায়ক এই ‘একটি উজ্জ্বল মাছ:বিনয় মজুমদার’।দৃঢ় আস্থা,কবি বিনয় মজুমদার আর ব্যক্তি বিনয়কে বুঝতে প্রবেশন হয়ে কাজ করবে এ গ্রন্থ ।