ধূধূ বিরান প্রান্তরে আকাশ-মাটির মিলনরেখায় পৌছানোর বাসনায় বিরতিহীন যাত্রা।তবুও অধরাই থেকে যায় গন্তব্য।কবিতা অনেকটা ওই রকম।দেখা যায়,বোঝা যায়।চেনা,জানা,শোনা কথা।দুর্বোধ্যও নয়।উপলদ্ধিতে ধরা দেয়,কিন্তু কখনোই সম্পূর্ণ পাঠোদ্ধার হয়ে ওঠে না।আবার কিছু কবিতা স্পষ্ঠ,দর্শন নির্ভর।সাম্প্রতিক সময়কে বার্তা দিতে চায়,কিছু বলতে চায়;সমাজের শুশ্রূষা করতে,পখনির্দেশ দিতে চায়।তাই সেসব কবিতার শব্দলঙ্কার,চিত্রকল্প যে ছবি আঁকে তা কল্পনার নয়,সে চিত্র বাস্তবের।তবে,তার মধ্যেও এক প্রকার ধোঁয়াশা থাকে ।যা কিনা কবির সে বিষয়ে সরাসরি বলতে না পারার অসহায়ত্ব অথবা শিল্পমান অক্ষুণ্ন রাখার প্রয়াস।