মফস্বলের স্কুলশিক্ষক বাবার আদর্শে বেড়ে ওঠা। মেধাবী তরুণী রিয়াসা দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভালােবেসে ঘর বাঁধে সুমনের সঙ্গে। তারপর একদিন হঠাৎ সে রিয়াকে আবিষ্কার করে তাদের দুজনের মাঝে। রিয়াসা কি পারবে তার তিলতিল করে গড়া সাজানাে সংসারকে এই অমানিশার আঁধার থেকে মুক্ত করতে ? রিয়াসা কি শেষ পর্যন্ত পারে তার বাবার স্বপ্নকে সার্থক করতে ? রিয়াসা কি পারবে তার সন্তানকে আগলে রাখতে? সন্তানের কাছে তার লালিত জীবনবােধ পৌছে দিতে? একজন নারীকে তার ব্যক্তিজীবন, পরিবার, ক্যারিয়ারে যে চলার পথটুকু মাড়াতে হয়, তার কতটুকু আমরা জানি ? কতটা আলােড়ন তার মনস্তত্ত্বে তােলপাড় করতে থাকে, তার খবর আমরা কতটুকু রাখি ? ‘অতঃপর একজন সাধারণ নারীর গল্প। একই সঙ্গে এটি এই সমাজেরও গল্প। সম্পর্কে কমিটমেন্ট না থাকলে তা কতটা নাড়িয়ে দেয় জীবনকে, জীবনগুলােকে… এটি সেই গল্প।