“নির্জন সরস্বতী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বারবার পরীক্ষায় বসে, আর ফেল করে। অথচ লেখাপড়ায় সে বরাবর মনােযােগী ও মেধাবী। এবং সে হার মানতে শেখেনি। অত্যন্ত সম্পন্ন, শিক্ষিত এক যৌথ সংসারের মেয়ে দেবাদৃতার অপরাধ, পরিবারে বিজ্ঞান পড়ার ঐতিহ্য অস্বীকার করে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়। নিরন্তর ব্যর্থতায় দেবু অর্থাৎ দেবাদৃতা ও তার বন্ধুরা প্রিয়জনের কাছে একটু একটু করে বােঝা হয়ে উঠছে। সিএ পাশ করা বা না-করার মধ্যেও থাকে এক কূটনীতি, যা কোনও প্রমাণ রাখে না। তাই, সম্পূর্ণ ইতিবাচক ভাবনার অধিকারিণী মায়েরও মনে হয়— ভুলটা আসলে দেবুর। সেই পারছে না। বিপদে খড়কুটো আঁকড়ে ধরার মতাে এক পাগলা স্যারের সন্ধানে সুভাষগ্রামে হাজির হল দেবু ও তার বন্ধুরা। সেখানে ছিল পদার্থবিদ্যার কৃতী অধ্যাপক রাজর্ষি। দেবাদৃতা ও রাজর্ষি ভালবাসল। বিয়ে হল। কিন্তু বিবাহ সামাজিক স্বীকৃতি মাত্র। প্রেমের জটিল পথ জালে তা কখন কী আঘাত ঘনায় ! একদিকে সিএ হওয়ার কঠিন আরােহণ, তারই সঙ্গে ভালবাসা নিয়ে এল আগুন পরীক্ষা। জীবনের দ্বিমুখী আক্রমণে কী করবে দেবু ? হার যে মানে না, তাকে কি হারাতে পারে কেউ?