“শুভঙ্কর-১: সাস্পিশান” বইয়ের পেছনের কভারে লেখা:ড্যান ব্রাউনের ভাষায়, একটি থ্রিলার গল্প স্বার্থক হয়ে ওঠে, যখন তার প্রতিটি পাতায় থাকে একটি নতুন ‘সাস্পেন্স’। তাই, সাস্পিশানে ডুবিয়ে লিখে ফেললাম পুরাে একটা বই।মূল চরিত্র সবসময় সৎ, ভালাে আর জয়ী হবে, এই কনসেপ্টটা এখন পুরনাে। তাই আমার এ লেখায় নিতান্ত পৈশাচিক চরিত্রই হয়ে উঠলাে মূল।শুভঙ্কর সন্দেহ সহ্য করতে পারে না। একরত্তিও সে দোষে খুন হতে হয় অনেককেই। তারপর, আবার সে সন্দেহের কারণেই তাকে পড়তে হয় মহাবিপদে।শুভঙ্কর কি পারবে সে বিপদ থেকে বেরিয়ে আসতে? জানতে হলে পড়তে হবে, ‘সাস্পিশান।