“অজানা বনের রহস্য” বইয়ের পেছসের লেখা:বনের অজানা রহস্য মানুষকে বিচলিত করে তুলে। গভীর আতংকে শিহরিত হয় শরীর। প্রতি পদে লুকিয়ে থাকে বিপদ থেকে মহাবিপদ। বেঁচে থাকার জন্য বন্য জীবজন্তুর সাথেও প্রানপণ লড়াই করতে হয়। প্রকৃতিও হয়ে উঠে মাঝে মধ্য প্রতিকূল। সেই প্রতিকূলতার মাঝেই গভীর রহস্য উন্মােচন করে জীবন নিয়ে ফিরে এসােছিল কিছু মানুষ। তাদের কাহিনী নিয়েই এ অজানা রহস্য বইটি। বইটি পড়ে কোমলমতি শিশুরা যেমন আনন্দ পাবে ঠিক তেমনি নানা প্রয়ােজনে কিছু বাস্তব কৌশল শিখতে পারবে।