“নটর ডেম কলেজ ভর্তি গাইড: প্লাস সেন্ট যোসেফ ও হলি ক্রস কলেজ (বিজ্ঞান বিভাগ)” বইটির সম্পর্কে কিছু কথা:
পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা সাধারণত লিখিত ও মৌখিক হয়ে থাকে। আধা ঘণ্টা লিখিত পরীক্ষার শেষে মৌখিক পরীক্ষা হয়। নটর ডেমে প্রতি বছর বিভিন্ন প্যাটার্নে কয়েকটি সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা MCQ কিংবা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে টেনশনের কোনাে কারণ নেই। মূল বই পড়া থাকলে পরীক্ষা যে পদ্ধতিতেই হােক না কেন সাফল্য সুনিশ্চিত। গতবার বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, গণিত (সাধারণ উচ্চতর), বাংলা, ইংরেজি ও ICT থেকে প্রশ্ন এসেছিল। সাধারণত নটর ডেমের বিগত বছরগুলাের প্রশ্নপত্রের আলােকে দেখা যায় যে, পদার্থ ও রসায়ন থেকে মােট ১০টির মত এক কথায় উত্তর আসে। গণিতে (সাধারণ ও উচ্চতর মিলে) ৪ থেকে ৫টির মত অঙ্ক আসে। প্রশ্নপত্রের একদিকে প্রশ্ন থাকে আর অন্যদিকে ফাকা থাকে। সেই ফাকা জায়গা মূলত অঙ্ক করার জন্য থাকে। ইংরেজি বেশিরভাগ সময় Grammar থেকেই প্রশ্ন আসে। বাংলা বিষয়ে সহপাঠ ও ব্যাকরণ মিলে ৫টি এক কথায় উত্তর আসে। তবে বেশিরভাগ সময়ে ব্যাকরণ থেকেই সবগুলাে প্রশ্ন এসেছে। বিগত বছরগুলােতে ICT থেকে কোনাে প্রশ্ন না হলেও সর্বশেষ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ICT বিষয়েও এক কথায় প্রশ্ন আসে। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে ঘাবড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে বিগত বছরগুলাের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও মানবন্টন সম্বলিত এক্সসেপশন নটর ডেম কলেজ ভর্তি গাইডটি প্রণয়ন করা হলাে। আশা করি বইটি মনােযােগ সহকারে পড়লে এবং বিগত বছরের প্রশ্নাবলি ও মডেল টেস্টগুলাে চর্চা করলে তােমাদের কাঙিক্ষত স্বপ্ন পূরণ হবে ইন্শাআল্লাহ।