“কারাগারের রাতদিন” বইটির সম্পর্কে কিছু কথা:
আত্মকথা লিখতে গিয়ে এমন সব ঘটনাবলীর বারবার উল্লেখ করতে হয়েছেযার কল্পনাতেও আত্মায় কাঁপন ধরে। বস্তুতঃ শাস্তির জঘন্যতা, নির্মমতা এবং জল্লাদ ও শাস্তি বিশেষজ্ঞদের অনুশীলন ক্ষেত্রের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের অগ্নিকুন্ড থেকে যারা বেরিয়ে এসেছেন তারা উদাত্ত কণ্ঠে আবার ঘােষণা করেছেনহে দুনিয়ার মানুষ! ইসলাম কোন বংশ বা সম্পর্কের নাম নয়, বরং তা হচ্ছে ব্যবস্থা ও বাস্তবায়নের শাশ্বত জীবনাদর্শ।
কারাজীবনের বিচিত্র ঘটনাবলী লিপিবন্ধ করার কাজে আল্লাহ আমাকে সাহায্য করবেন এবং তা মুমিনদের জন্যে আলােকবর্তিকা স্বরূপ হবে বলে আমার বিশ্বাস। আমাদের পথের নাম সিরাতুল মােস্তাকীম এবং একথা বারবার উল্লেখনীয় যে, যুগে যুগে নবী-রাসূলরা যে সত্যের পয়গাম এনেছেন- সেসব পয়গামের চূড়ান্ত পূর্ণতার নামই হচ্ছে শরীয়াতে মােহাম্মদী (সাঃ)।