“অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নলেজ ( শিক্ষক নিবন্ধন গাইড) (উপ-সহকারী প্রকৌশলী )” বইটির ‘প্রধান সম্পাদকের কথা’ অংশ থেকে নেয়াঃ
মিলেনিয়ামে পদার্পণ করেও আমরা বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার ও উৎপাদনমুখী না হয়ে শুধু আমদানি । নির্ভর জাতিতে পরিণত হতে যাচ্ছি। ফলে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত যৎসামান্য জনশক্তিকেও কর্মসংস্থানের ব্যবস্থা সনা করে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছি। এর ফল যে কত ভয়াবহ হতে পারে তা আমরা কেউই চিন্তা করছি না। দেশে সহস্রাধিক স্কুলে এসএসসি (ভােকেশনাল) কোর্স খােলাতে বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীর ট্রেডk ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত হওয়ার সুযােগ হচ্ছে। এর বাইরে কর্মসংস্থান এর সুযােগ খুবই সামান্য। কর্মমুখী ) শিক্ষা নিয়ে কর্মহীন জনশক্তি পৃথিবীর কোন দেশে কল্পনাই করা যায় না।
ডিপ্লোমা প্রকৌশলীরা লেখাপড়া করার সময় প্রবর্তী জীবনে কর্মসংস্থানের জন্য যে বইপত্র দরকার তা সংরক্ষণ ।(করে না। পাস করার পর ইন্টারভিউ দেয়ার জন্য বাজারে স্র হয়ে সহায়ক বিষয়ের ইন্টারভিউ গাইড খুঁজতে থাকে। বিপুল সংখ্যক বেকার ডিপ্লোমা প্রকৌশলীর চাকরি পেতে সহায়তা দেয়ার অভিপ্রায়ে আমরা দীর্ঘদিন যাবৎ চিন্তা করে আসছি। কিন্তু সময় ও সুযােগের অপেক্ষায় ছিলাম। বর্তমানে সকলের সহযােগিতায় ডিপ্লোমা। ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টারভিউ এর প্রশ্নপত্র সংগ্রহ করে মােটামুটি একটা ভাল কিছু উপহার দেয়ার চেষ্টা করছি।
অটোমােবাইল, আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়র ডিজাইন, এনভায়রনমেন্টাল, ইলেকট্রোমেডিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সিভিল এক কম্পিউটার টেকনােলজির জন্য আলাদা বই প্রকাশ করেছি। এখানে টেকনােলজির উপর আলােচনা সীমান্ধ রেখেছি। সাধারণ জ্ঞান ও চলমান বিশ্ব সম্পর্কে আলােচনা করিনি।
আশা করি, এ ইন্টারভিউ নলেজ গাইড এর সহযােগিতা নিলে ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরির ইন্টারভিউতো, লিখিত, মৌখিক ও ব্যবহারিকসহ সকল পরীক্ষায় ভাল ফলাফল পেয়ে সফলকাম হতে পারবে। এ ছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ভর্তির ক্ষেত্রেও টেকনােলজি বিষয়ের ব্যাপারে সহযােগিতা পাবে। একই বইতে টেকনােলজিরা কল বিষয়ের সমাবেশ করে একটা পূর্ণাঙ্গ বই উপহার দেয়ার চেষ্টা করেছি। এখানে, সব বিষয়কে প্রশ্ন ও উত্তর আকারে প্রয়ােজনীয় চিত্রসহ উপস্থাপন করার চেষ্টা করেছি।’