সীমানা ছাড়িয়ে গিয়েছে হারিয়ে এই মন
যেখানে আকাশের নীল মিশে গেছে
মেঘেদের সাথে অসীমের সীমানায়
চাঁদ জেগে জেগে জ্যোৎস্না ছড়ায়
সৃজনশীল কিছু লেখা, জীবনের
কতো কথা, রাত জেগে লেখালেখি
জীবন দর্শন, সাহিত্য সাধনা।
সাহিত্য নয় শুধু কথার মালা।
সময়ের স্রোতিধারার বিনি সুতোর মালা
সুশোভিত বিশাল কি আকাশ
সাহিত্য শুধু নয় তারার মালা
নয় চেতনার বহিঃপ্রকাশ
আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই
নিকষ অন্ধকারে আলোর শিখা
পথ চলা দৃপ্ত পারে, মাথা উঁচু করে
অন্যায়, অসত্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ
স্বপ্ন দেখা দুঃখ জয়ের, অগ্নি জ্বালা
ধাপে ধাপে সিঁড়ি দিয়ে হবে পাড়ি।
সমৃদ্ধ আগামী দিনের স্বপ্ন জাল বুনে
দিতে হবে পাড়ি সাত সমুদ্র উঠুক ফুসে
কলম হবে নিত্য সঙ্গী, দিতে হবে আশা
বুকের মাঝে জাগবে ভাষা
অন্যায় অত্যাচার পিছে পরে থাক।
দুর্বল যারা তারাও এগিয়ে যাক
শুদ্ধতম সাহিত্যের দুর্বোধ্য পথ দিয়ে পাড়ি
সে কবিতা দেবে আশা শান্তি ভাষা
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার
প্রেরণা নিয়ে এগিয়ে যাবার শক্তি আশা।