“সব ভুতুড়ে, ভুতুড়ে ছায়া, প্রেতজগৎ” বইয়ের পেছনের কভারে লেখা:মাথার চুল খাড়া হয়ে গেল তরুণের। চাদের আলােয় পরিষ্কার দেখা যাচ্ছে ওটাকে। মড়াটা। ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। অথচ একটু আগেও কফিনের ভিতরে শুয়ে ছিল। এখন উপায়? ইংল্যাণ্ডের হাইগেট গােরস্তানে উদয় হয় ভীতিকর এক আগন্তুক। ওখানে নিয়মিত মেলে শিয়াল-কুকুর এমনকী তরুণীদের রক্তশূন্য লাশ।এসব কি তবে ভ্যাম্পায়ারের কাজ? । আইসল্যাণ্ডের, এক পাদ্রীর বাড়িতে হানা দিচ্ছে ভয়ঙ্কর এক অশরীরী। কিন্তু শুধু তরুণ ম্যাগনাসই কেন দেখতে পায় তাকে? বন্ধুর বাড়ি বেড়াতে গেলেন এক লর্ড। রাতে হঠাই ঘুম ভেঙে গেল। দেখলেন সামনের বাগানে কাধে কফিন নিয়ে হাঁটছে এক লােক। লােকটার মুখের দিকে তাকিয়েই চমকে উঠলেন লর্ড। কেন?