উমরাহ্’র বিশুদ্ধতা অন্যান্য ইবাদাতের মতই সম্পূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি আনুগত্যের ওপর নির্ভরশীল। এ গ্রন্থে ‘উমরাহ’র বিষয়টিকে সুন্নাহের আলোকে পূর্ণতা দেয়ার চেষ্টা করা হয়েছে। এতে স্থান পেয়েছে, বিশুদ্ধভাবে উমরাহ আদায় করার সংক্ষিপ্ত নিয়ম। তারপর প্রতিটি বিষয়কে বিস্তারিত দলীলসহ আলোচনা করা হয়েছে। এরপর তাতে উমরাহ্’ বিশেষ বিশেষ মাস‘আলাসমূহ ও এসব কর্মে সাধারণত যেসব ভুল হয়ে থাকে তার অবতারণা করা হয়েছে। উমরাহ্’র প্রতিটি কাজের সাথে কী কী মাসআলা হতে পারে তা প্রশ্নোত্তর রয়েছে, যাতে উমরাহ আদায়কারীকে দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হবে না, ইনশাআল্লাহ। গ্রন্থে মদীনার মাসজিদে রাসূল যিয়ারত সম্পর্কিত কিছু মাসআলা আলোচনা করা হয়েছে। সবশেষে উমরাহ ও যিয়ারতের সফরে প্রয়োজন হতে পারে এমনসব দো‘আ ও তার অর্থ পরিবেশন করা হয়েছে।