ইসলামে হালাল হারাম

৳ 450.00

লেখক প্রফেসর ড. মাহফুজুর রহমান
প্রকাশক সবুজপত্র পাবলিকেশন্স
আইএসবিএন
(ISBN)
9789848927380
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪৩২
সংস্কার 1st Published, 2019
দেশ বাংলাদেশ

পরিপূর্ণ ও সার্বজনীন জীবনব্যবস্থা হিসেবে ইসলামী শরীয়তে মানুষের জন্য প্রয়োজনীয় সকল দিক ও বিষয়ের মৌলিক নীতিমালা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হারাম নির্দিষ্ট করে হালালগুলো উন্মুক্ত রাখা হয়েছে। তাওহীদ ও রিসালাতে ঈমানদার যেকোনো মুসলিম উদারচিত্তে শরঈ বিধান অনুসরণের জন্য সংকল্পবদ্ধ হলে, তার জন্য হারামমুক্ত হয়ে হালাল জীবনযাপন খুবই সহজ মনে হবে। কিন্তু হৃদয়-মনে বক্রতা রেখে শরঈ বিধান মূল্যায়ণ বা পর্যালোচনা করে কারো পক্ষে গোলকধাঁধা থেকে বেড়িয়ে আসা সম্ভব নয়। কারণ, ইসলাম মানুষের সামগ্রিক ও সমন্বিত কল্যাণ নিশ্চিত করার জন্য এমন বহু বিধি-নিষেধ জারি করেছে, যার গভীরতা মানুষ তার সীমীত জ্ঞানে স্পর্শ করতে সক্ষম নয়। আধুনিক সমাজবিজ্ঞানের গবেষণার মাধ্যমে শরঈ বিধানের বাইরে যতো প্রচেষ্টা নেওয়া হয়েছে, অল্প দিনের মধ্যেই তার অসারতা প্রমাণিত হচ্ছে। কারণ, ইসলাম শুধু সমূহ বা দৃশ্যমান সমস্যারই সমাধান করেনি; বরং পরিপূর্ণ ও সামগ্রিক কল্যাণকেই অগ্রাধিকার দিয়েছে। ‘ইসলামে হালাল-হারাম’ শীর্ষক অত্র গ্রন্থখানির লেখক একজন বিজ্ঞ ইসলামিক স্কলার। তার অধ্যাপনা, লেখালেখি-সহ সমগ্র প্রচেষ্টাই মূলতঃ ইসলামী জীবনদর্শন নিয়ে। গ্রন্থে ইসলামী শরীয়তে হালাল-হারামের সীমা সম্পর্কে কুরআন-সুন্নাহর দলীলের ভিত্তিতে তিনি অনেক নতুন বিষয় সংযোজন করেছেন, যা আধুনিক কালে উদ্ভব হয়েছে। মোট এগারোটি অধ্যায়ে গ্রন্থের আলোচনা পরিবেশন করা হয়েছে- (১) ইসলামে হালাল-হারাম, (২) পানাহারে হালাল-হারাম, (৩) ব্যবসা-বাণিজ্য ও আয়-উপার্জনে হালাল-হারাম, (৪) পোশাক-পরিচ্ছদ ও সাজ-গোজে হালাল-হারাম, (৫) বাড়িঘর ও চাষাবাদে হালাল-হারাম, (৬) পেশা গ্রহণ ও চাকরিতে হালাল-হারাম, (৭) দৃষ্টি দান, পঠন-পাঠন, কথোপকথন ও শ্রবণে হালাল-হারাম, (৮) আচার-আচরণ এবং সম্পর্ক সৃষ্টি ও রক্ষায় হালাল-হারাম, (৯) বিয়ে-শাদি, যৌনাচরণ ও স্বামী-স্ত্রী সম্পর্ক স্থাপন-ছিন্নকরণে হালাল-হারাম, (১০) পিতামাতা ও সন্তানের সম্পর্কে হালাল-হারাম, (১১) আনন্দ-বিনোদন ও খেলা-ধুলায় হালাল-হারাম।

কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী ইউনিয়নের মরহুম হাজী মুহাম্মদ জহির ও বেগম কমল জান-এর কনিষ্ঠ পুত্র। তিনি ১৯৫৯ সালে পিত্রালয়েই জন্ম গ্রহণ করেন। বৈমাত্রিয়সহ তারা মোট ছয় ভাই ও নয় বোন। তিনি চট্টগ্রামের পটিয়াস্থ ‘আল জামেয়াতুল ইসলামিয়া’ থেকে দাওরা হাদীস পর্যন্ত মোট পাঁচ বছর লেখাপড়া করেন। উক্ত জামেয়া হতে ১৯৭৭ সালে দাওরা হাদীসের পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তাকমীল সনদ অর্জন করেন। তিনি ১৯৭৭ সালে দাওরা হাদীসের পাশাপাশি কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসা হতে আলেম পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর ১৯৭৮ সালে পটিয়া মাদরাসা থেকেই ‘আত্-তাখাস্সুস ফিল্ ফিক্হিল ইসলামী’ বা ‘ইফতা বিভাগ’ হতে ফাতাওয়া বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিশেষ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৮ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ লাভ করে ‘কুল্লিয়াতুদ দাওয়া ওয়া উসূলুদ্দিন’-এ ভর্তি হন এবং ১৯৮৩ সালে প্রথম শ্রেণিতে লেসান্স ডিগ্রি অর্জন করেন সৌদি আরবভিত্তিক ‘রাবেতাতুল আলম আল ইসলামী’র দায়ী হিসেবে দেশে ফিরে আসেন। অতঃপর ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ এমএ ডিগ্রি লাভ করেন। ড. মাহফুজুর রহমান ১৯৯৪ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ হতে ‘মাওকিফুল ইসলাম মিনাল আদাবি ওয়াল ফান’ (শিল্পকলা ও সাহিত্য: পরিপ্রেক্ষিত ইসলাম)’ শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মাহফুজুর রহমান ২০০১ সালে ২৫ এপ্রিল হতে ২০০৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। লেখকের প্রকাশিত অপ্রকাশিত বই-সহ এ পর্যন্ত আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী শিল্পকলা, ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি, ইসলামে ব্যবসা বাণিজ্য এবং ইসলাম ও মার্কেটিং বিষয়ে তার ত্রিশটিরও অধিক প্রবন্ধ বাংলা ও আরবি ভাষায় বিভিন্ন গবেষণাপত্রিকা ও একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ