“কলেজ কেমিস্ট্রি – দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) ” বইয়ের ভূমিকার কিছু কথাঃ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) এর নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষক্রম ২০১২ এর শিক্ষাক্রম অনুসরণে প্রণীত সিলেবাসের আলােকে রচিত বই। বাংলাদেশের প্রকাশনা জগতে প্রথম ও একমাত্র ব্যতিক্রমধর্মী প্রকাশিত রসায়ন বই। বুয়েট, মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির শ্রেষ্ঠ বই বলে দাবী রাখি। বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে শিক্ষার মানােন্নয়নে নতুন ধারার সংযােজন। এই বইটি থাকলে এইচএসসি ছাত্র-ছাত্রীদের কোনাে স্বনামধন্য প্রাইভেট শিক্ষক বা কোনাে বিখ্যাত কোচিং সেন্টারে যাওয়ার প্রয়ােজন পড়বে না। বইটি নিজেই শিক্ষক হিসেবে পাশে থেকে শিক্ষার্থীকে শিক্ষাদান করাবে। বইটি পড়ার সময় শিক্ষার্থী উপলব্ধি করবে শ্রেণি শিক্ষক অনুপস্থিত থেকেও যেন পাশে উপস্থিত আছেন। শ্রেণি কক্ষে আমি নিজে উপস্থিত থেকে যে পদ্ধতিতে পাঠদান করে থাকি, বইয়ের মধ্যে অনুপস্থিত থেকেও কীভাবে উপস্থিত থাকা যায় তার জন্য নতুন পদ্ধতি উদ্ভাবন করেছি। আমি মনে করি সৃজনশীল লিখনিতে একজন লেখকের এখানেই বড় স্বার্থকতা।
এবং MCQ প্রশ্ন প্রণয়ন করে প্রশ্নের উত্তর ও উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপনের নতুন কৌশল উদ্ভাবনের পদ্ধতির প্রথম লেখক হিসেবে আমি দাবী রাখি।