‘নানা রকম চাকা’ বইটিতে লেখা শেষের কথা নানা রকম চাকা চার বন্ধ থাকত চার বন্ধু থাকত একসঙ্গে। মাছি, সজারু, ব্যাঙ আর হলদে ঝুঁটি মোরগটি। পথে ওরা খুঁজে পেল একটা গাড়ি। তার আবার চারটি চাকা চার রকম। কী করবে ওরা চাকাগুলো নিয়ে? দেখাই যাক না, কী করে! আর ওই খরগোশটাই বা কী বলবে শেষে, যে ওদের কাণ্ড দেখে হো হো করে হাসছিল?
ভাদিমির সুতেয়েভ: জন্মেছিলেন ১৯০৩ সালে, রাশিয়ার মস্কো শহরে । শিশুসাহিত্যিক ভালো আঁকতেনও তিনি। কার্টুন তৈরি করতেন। ছোটদের জন্য লিখেছেন অনেক। শিশুতোষ লেখাগুলোয় শুধু মজাদার গল্পের ছড়াছড়ি। তিনি মারা যান ১৯৯৩ সালে।