“দ্য রুলস অব লাইফ” বইটি সম্পর্কে কিছু কথাঃ
দ্য রুলস অব লাইফ’ বইটি প্রচুর অর্থবিত্তের মালিক হওয়া এবং অবিশ্বাস্যভাবে সফল হওয়ার কিছু নয়। তুমি নিজের ভেতর কেমন অনুভব করাে, তােমার চারপাশের মানুষকে কিভাবে প্রভাবান্বিত করাে, তুমি বন্ধু, সঙ্গী এবং পিতা-মাতা হিসেবে কেমন, পৃথিবীতে কি ধরনের প্রভাব রাখতে চাও-এটা হলাে সেসব বিষয়ের একটা বই।