পকেটসাইজ এই গ্রন্থটি লেখকের “মাসায়িলে হজ ও উমরাহ”-্এর সংক্ষিপ্ত রূপ। এ গ্রন্থে হজ-উমরাহ ও যিয়ারতের আমলসমূহের ধারাবাহিকতা অনুযায়ী সংক্ষিপ্তাকারে অত্যন্ত সুন্দরভাবে নিয়মাবলি ও প্রয়োজনীয় মাসআলা উপস্থাপন করা হয়েছে। পকেটসাইজ হওয়ায় হজ-উমরাহর সময় সহজেই সাথে রাখা যায়। বইটি হজ-উমরাহ পালনকারী সকলের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ।