“রেসকোর্স থেকে ইউনেস্কো” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছিল ১৯৭১ সালে। পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে বাঙালির আন্দোলন। শুরু শেখ মুজিবুর রহমানের নির্বাচনী বিজয় দিয়ে। বাঙালিদের উপর পাকিস্তানের অত্যাচার শুরু হয় ২৫ মার্চ রাতে। লাখ লাখ লােক মৃত্যুবরণ করেছেন। প্রতিবাদে বাঙালি অস্ত্রহাতে নিয়ে যুদ্ধ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। যুদ্ধের শেষে মনে হচ্ছিল দেশটা ধ্বংস হয়ে গেছে। সেদিনের লক্ষ জনতার জনসভায় রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষনের ঐতিহাসিক বজ্রকণ্ঠ আজ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে নিয়ে গেছে। “রেসকোর্স থেকে ইউনেস্কো” শীর্ষক বইটিতে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখক তােফায়েল আহমেদ তার লেখনির মাধ্যমে তুলে ধরেছেন।