নানা কারণেই গ্রন্থিত গল্পগুলোর গ্রন্থরূপে প্রকাশে বিলম্ব ঘটে গেল। এরপরের লেখা ১০টি গল্প নিয়ে গত বইমেলায় আমার চতুর্থ গল্পগ্রন্থ ‘ত্রিপাদ ঈশ্বরের জিভ’ বেরিয়েছে। ফলে, প্রকাশক্রমে ‘ইচ্ছামৃত্যুর ইশতেহার’ পঞ্চম গল্পগ্রন্থ হলেও গল্পগুলো লেখার কালক্রমে চতুর্থ। দিনবদলের সাথে সাথে লেখকের ভাষা-চিন্তার বদল ঘটে বলেই এই ছোট্ট ভূমিকা। এছাড়া, ‘একটি গ্রাম পত্তনের গল্প’ ও ‘মুখোমুখি চরিত্র’ গল্প দুটি আমার লেখালেখির হাত মকশোকালীন লেখা। এ সময়ের বহুগল্পই তরুণ বয়সের অবহেলা আর অস্বীকৃতির কারণে আজ অস্তিত্বহীন। ভাগ্যক্রমে এ দুটি পেয়েছি। এখন বয়স বেড়েছে, এখন বুঝতে পারছি, পেছনের সবকিছুই আমার অস্তিত্বের অংশ, ফেলে আসা একটি তুচ্ছ পদচিহ্নও আমার অস্তিত্ব- এ যুক্তিতে, প্রথমটি দৈনিক যুগভেরীর ঈদসংখ্যায় এবং অন্যটি সাহিত্যপত্রিকা কার্পাস-এ প্রকাশ করি।