“গবেষণা পদ্ধতি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলাদেশে বিজ্ঞানচর্চার ও গবেষণা কর্মের অন্যতম একটা সমস্যা হলাে বাংলা ভাষায় এই সংক্রান্ত বইপুস্তকের অপ্রতুলতা। এ বিষয়টাকে মাথায় রেখে বিজ্ঞান চর্চা ও গবেষণা কর্মকে আরােও সহজ করার জন্য গবেষণা পদ্ধতি’ বইটি লেখা হয়েছে। বইটি মনােবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, বাণিজ্য অনুষদ ইত্যাদি জ্ঞানীয় শাখায় কাজে লাগবে বা উপকারে আসবে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনােবিজ্ঞানের অনার্স ও মাস্টার্সের গবেষণা পদ্ধতির সিলেবাস পুরােপুরি এই বইটিতে আছে । অধিকন্ত যারা বাংলা ও ইংরেজি ভাষায় গবেষণা পদ্ধতি চর্চা করতে চান, তাদের জন্য বইটি অনেক উপকারে আসবে ।