হঠাৎ রাত ১১টার দিকে ডাক্তাররা খেয়াল করলেন রাবেয়ার শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। বেবির হার্টবিট বেড়ে যাচ্ছে অসম্ভব দ্রুত। ডাক্তার চেঁচিয়ে বললেন, ‘হারি আপ। রােগীকে ওটি-তে নিয়ে যাও, সিচুয়েশন সিম টু বি রং। বেবির কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আমরা সিজারে যাব। রাবেয়া প্রায় অজ্ঞান অবস্থায়। বলছে, প্লিজ সেভ মাই বেবি। দয়া করে আমাকে নয়, আমার বাচ্চাটিকে বাঁচাও। ওদিকে হাসান বাংলাদেশে তার অফিসে আকাশস্পর্শী কৃ আর সব হারানাের আশঙ্কায় কাতার অসহায় এক মানুষ। সে জানে না তার অন্ধ ভালােবাসার মানুষটি তার কাছে আর ফিরে আসবে কি না। সে জানে না তার অতি আদরের অনাগত সন্তানটি কোল আলাে করে তার বাহুবন্ধনে ধরা দেবে কি না। সে শুধু। ঝাপসা চোখে দেখছে রুপালি কান্নার গরম জলে ভিজে যাচ্ছে তার চশমা । আর শুনতে পাচ্ছে মৃদুকণ্ঠে সিডি প্লেয়ার। থেকে মধুকণ্ঠে ভেসে আসা আর্তি :
আনন্দলােকে মঙ্গলালােকে বিরাজ সত্যসুন্দর…