“নিঝুমদ্বীপে অভিযান” বইটি সম্পর্কে কিছু তথ্যঃ
মতিউর রহমান মিয়াজি মূলত একজন কথা সাহিত্যিক। তার কলম শক্তি বর্তমান সমাজ দর্পণে একটি দ্বীপশিখা। ছােটগল্প হলেও তিনি তাঁর গল্পগুলােতে সমাজের সঙ্গতি-অসঙ্গতিগুলাে তুলে ধরেছেন।
এই বইটিতে রয়েছে মােট ১২টি ছােটগল্প । প্রত্যেকটি গল্পেই রয়েছে ভিন্ন ভিন্ন রং ঢং ও স্বাদ। নিঝুমদ্বীপে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় নােবিপ্রবির ৭ মেধাবী ছাত্র। তাদেরকে উদ্ধার করতে ছুটে যায় তাদেরই দুই বন্ধু। উদ্ধার করতে গিয়ে অবশেষে তারাও হয় বন্দী। অতঃপর বন্দীদশা থেকে কীভাবে নিজেদের মুক্ত করে নেয় ৯ বন্ধু? সেই কাহিনি অবলম্বনে ‘নিঝুমদ্বীপে অভিযান’ গল্পটি। তাছাড়া রয়েছে আরাে দুটি গােয়েন্দা কাহিনী ‘চোরের তিনদিন’ ও ‘আরশি নগরের তিন গােয়েন্দা। শৈশবের স্মৃতি নিয়ে রচিত হয়েছে মাটির মায়া’ গল্পটি আর মুক্তিযুদ্ধ নিয়ে মায়ের জন্য গল্পটি। সত্যঘটনা অবলম্বনে রচিত হয়েছে ‘বিড়ালের কান্না গল্পটি। তাছাড়া সমাজের নানা অসঙ্গতি নিয়ে রচিত হয়েছে বাকি গল্পগুলাে।