আত্ম-উন্নয়ন ইংরেজিতে যাকে বলা হয় self-development বিষয়টি বাস্তব জগতে ব্যক্তিনির্ভর। তবে একজন ভালাে মানুষ হিসেবে নিজেকে গড়তে চাইলে তা নিঃসন্দেহে সম্ভব। তার জন্য প্রয়ােজন কিছু গুণাবলি নিজের অভ্যাসে পরিণত করা। এই আত্ম-উন্নয়নমূলক গ্রন্থটি সেই সকল গুণাবলি অথবা অভ্যাস রপ্ত করার শিক্ষাদান করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে সকল গুণাবলি মানুষকে ইতিহাসের পাতায় অন্যতম করে তােলে তারই উপস্থাপন করা হয়েছে একটি গল্পের মাধ্যমে। হাফিদ একজন সাধারণ উটপালক থেকে হয়ে ওঠে দ্য গ্রেটেস্ট সেলসম্যান। আর তাকে দিক নির্দেশনা দেয় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা আসা জ্ঞানের সমাহার। হাফিদ সেই জ্ঞান লাভ করে প্যাথরােসে’র কাছ থেকে পাওয়া কিছু স্লোলের মাধ্যমে। গল্পের মধ্য দিয়ে নিজেকে একজন সফল এবং দৃষ্টান্তমূলক ব্যক্তিত্বে পরিণত করার প্রয়াস হলাে এই বইটি।