আবরারুল হক। তরুণ আলেম , উদীয়মান লেখক। দেশের বাড়ি জামালপুর হলেও বাবার চাকরির সুবাদে তার শৈশব-কৈশোর কেটেছে দেশের বিভিন্ন প্রান্তে । কাছ থেকে দেখেছেন নানা এলাকার মানুষের চাল-চলন , ভাষা ও সংস্কৃতি । প্রাথমিক শিক্ষা গ্রহণের পর হিংস্র করেছেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায়। এরপর দারুল উলুম মাদানীনগর হতে দাওরাতুল হাদীস সমাপ্ত করে কেরানীগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। মাঝে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে উচ্চতর ডিগ্রী গ্রহণ করেছেন আল মারকাজুল ইসলামী মোহাম্মদপুর থেকে আর এক বছর দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে ঘুরেছেন দেশের শহরে বন্দরে, গ্রামেগঞ্জে আর দুর্গম প্রত্যন্ত অঞ্চলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বইয়ের পোকা। যখন তা হাতে পেয়েছেন গোগ্রাসে গিলেছেন। এখন দেশ ও জাতির জন্য কিছু করার চেষ্টায় লিখে যাচ্ছেন অবিরাম। বিভিন্ন জাতীয় পত্রিকায় ইতিমধ্যে তাঁর বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি । তার মধ্যে জীবন হোক বরকতময় আর মুমিনের ঈদ এ বই দুটি পাঠকপ্রিয়তা লাভ করেছে। সমাজে অবহেলিত আত্মোনয়নমূলক বিষয় তার আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই লিখে যাচ্ছেন অবিরাম আর স্বপ্ন দেখেন একটি সচেতন সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে।"
লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →